জলঢাকায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব)। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। এসময় বক্তব্যে রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী, সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস, অফিসার ইনচার্জ মোস্তফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। কর্মশালায়  অংশগ্রহণকারীগন এসডিজি বাস্তবায়নে স্থানীয় সমস্যাগুলো নির্ধারন করে এর সমাধান কিভাবে করা যায় তা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তুলে ধরেন। এই প্রশিক্ষণে উপজেলার সুশীল সমাজ, শিক্ষাবিদ, সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহন করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4390103847955340166

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item