গাইবান্ধার তোফা-তহুরার 'সুখের নীড়' উদ্বোধন

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
অস্ত্র পাচারের মাধ্যমে জোড়া লাগানো উরু থেকে পৃথক করা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামে যমজ দুই বোন তোফা-তহুরার বাবা রাজু মিঞার বাড়িতে নির্মিত 'সুখের নীড়'র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে 'সুখের নীড়'র শুভ-উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আব্দুল মতিন। উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক, ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক সাজেদুল ইসলাম প্রমূখ। 
অনুষ্ঠানের প্রধান অতিথি (জেলা প্রশাসক) বলেন, তোফা-তহুরার সুস্থ্যতার জন্য স্বাস্থ্যকর পরিবেশ দরকার। জন্মের পর তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসায় দীর্ঘদিন উন্নতমানের পরিবেশে থাকায় গ্রামের বাড়িতে এসে তারা অসুস্থ্য হয়। তাই, তাদের জন্য সহনশীল পরিবেশের লক্ষ্যে বাড়িতে বিদ্যুৎ সংযোগসহ একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে উপজেলা প্রশাসন সে মহতী কাজটি বাস্তবায়ন করায় উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ভবিষ্যতে তোফা-তহুরার শিক্ষা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলের নিকট থেকে তোফা-তহুরা সম্পর্কে ভবিষ্যতে খোঁজখবর জানতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরুন্নবী সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, তোফা-তহুরা, তাদের মা শাহিদা বেগম, দাদা আলহাজ্ব মহির উদ্দিন, নানা শহিদ মিঞাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 
উল্লেখ্য, জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসারের অর্থায়নে আলোচিত যমজ দুই বোন তোফা-তহুরার সহনশীল পরিবেশে বসবাসের জন্য নির্মাণ করা হয় এ 'সুখের নীড়'।
বিগত ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সকালে উঁরুতে জোড়া লাগানো অবস্থায় উপজেলার রামজীবন ইউনিয়নের কে-কৈ কাশদহ গ্রামে নানা শহিদ মিয়ার বাড়িতে জন্ম গ্রহণ করে তোফা-তহুরা। এরপর ১ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে তাদের আলাদা করা হলে এর ১০ মাস ১০ দিন পর চিকিৎসা শেষে ঐ বছরের ১০ অক্টোবর রাতে তোফা-তহুরা তাদের নানার বাড়িতে ফিরে আসে। যমজ দুই বোন তোফা-তহুরা তাদের নানার বাড়িতে ফেরার আগেই প্রশাসনের পক্ষ থেকে তোফা-তহুরার অবস্থান হিসেবে তাদের নানার বাড়িতে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 5761707725953195312

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item