‌‌ডোমা‌রের আমবাড়ী‌তে অগ্নিকা‌ন্ডে ২৫ টি প‌রিবা‌রের সর্বস্ব ছাই।--ভিডিও সহ




জা‌হিদুল আলম প্রধান র‌ফিক- নীলফামারীর ডোমা‌রে অগ্নিকা‌ন্ডের ২৫ টি প‌রিবা‌রের সর্বস্ব ছাই হয়েছে । শুক্রবার(১০ মে) বিকাল সাড়ে তিনটার দি‌কে উপ‌জেলার গোমনাতী ইউনিয়‌নের দ‌ক্ষিন আমবাড়ী সরকার পাড়ায় এ দূর্ঘটনা‌টি ঘ‌টে।জানা যায়, মৃত বাবলু হো‌সে‌নের স্ত্রী রাসেদা বেগ‌মের রান্না ঘরে বিদ্যু‌তের শর্ট সা‌র্কিট থে‌কে অগ্নিকা‌ন্ডের সুত্রপাত ঘ‌টে।এ ঘটনায় ২৫ টি প‌রিবা‌রে প্রায় অর্ধশতাধিক বা‌ড়ি আগু‌নে পু‌ড়ে যায়।খবর পে‌য়ে ডোমার থানা ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থ‌লে এসে আগুন নিয়ন্ত্র‌নে আনে।ফায়ার সা‌র্ভি‌সের পাশাপা‌শি আমবাড়ী আলোর মি‌ছিল সংগঠ‌নের সেচ্ছা‌সেবকগণ আগুন নেভা‌তে কাজ ক‌রেন।


এ ঘটনায় ক্ষয়ক্ষ‌তির প‌রিমান প্রায়  ২০ লক্ষ টাকার মত।ঘটনাস্থ‌লে প‌রিদ্শন ক‌রেন ইউপি চেয়ারম্যান আব্দুল হা‌মিদ সহ ইউপি সদস্যগণ।ক্ষ‌তিগ্রস্ত প‌রিবার‌দের আমবাড়ী আদর্শ প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে আশ্রয় দেওয়া হ‌য়ে‌ছে।‌ডোমার থানা ফায়ার সা‌র্ভি‌সের টিম লিডার ফারহাদ হো‌সেন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4015057630898263128

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item