ডোমারে স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগে যুবকের ছয় মাস জেল

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃস্কুলে যাতায়াতকালে নীলফামারীর ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় আব্দুল রশিদ (২০) নামে এক বখাটে যুবককে ছয় মাসের জেল প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) দুপুরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ফাতিমা এই সাজা প্রদান করেন।

দুপুরে ডোমার বাজার রেলগেট এলাকায় ছাত্রীটিকে উত্ত্যক্ত করার সময় এসআই আব্দুর রশিদ তাকে আটক করে। বখাটে আব্দুর রশিদ ডোমার পৌরসভার ১নং ওয়ার্ড কলেজপাড়ার নুরল ইসলামের ছেলে।

ডোমার থানার এসআই আব্দুর রশিদ জানান, আব্দুর রশিদ প্রতিদিনই তাকে উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার দুপুরে ছাত্রীটি বাজারে আসলে রশিদ তাকে বাজে ভাষা প্রয়োগ করে তাকে উত্ত্যক্ত করতে থাকে। এ সময় ছাত্রীটি তার অন্যায়ের প্রতিবাদ করলে বখাটে রশিদ ছাত্রীটির গালে চড় মারে। এতে লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, দুপুরেই তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। খবর পেলেই আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

পুরোনো সংবাদ

নীলফামারী 5241557756387641036

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item