ডোমারে বসুনিয়ার হাট ইজারাদারের টোল আদায়কারীকে জরিমানা।
https://www.obolokon24.com/2019/05/domar_35.html
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার বসুনিয়ার হাটের ইজারাদারের আদায়কারীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা।
গতকাল সোমবার বিকালে বসুনিয়ার হাটের গরু হাটিতে এঘটনা ঘটে। জানাগেছ, হাটের ইজারাদার এনামুল হাসিব এনাম (এনামদার) এর নিযুক্ত গরু কেনা বেচার টোল আদায়কারী মজিবুল ইসলাম, সরকার নির্দ্ধারিত ফি ২১০ টাকার স্থলে ৪১০ টাকা করে দীর্ঘদিন ধরে টোল আদায় করে আসছিলেন। ডোমার উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ধারায় তাকে ১০হাজার জরিমানা করেন। উল্লেখ্য বসুনিয়ার হাটে অতিরিক্ত টোল আদায় নিয়ে একাধিক গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে প্রসাশনের। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
নীলফামারীর ডোমার বসুনিয়ার হাটের ইজারাদারের আদায়কারীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা।
গতকাল সোমবার বিকালে বসুনিয়ার হাটের গরু হাটিতে এঘটনা ঘটে। জানাগেছ, হাটের ইজারাদার এনামুল হাসিব এনাম (এনামদার) এর নিযুক্ত গরু কেনা বেচার টোল আদায়কারী মজিবুল ইসলাম, সরকার নির্দ্ধারিত ফি ২১০ টাকার স্থলে ৪১০ টাকা করে দীর্ঘদিন ধরে টোল আদায় করে আসছিলেন। ডোমার উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ধারায় তাকে ১০হাজার জরিমানা করেন। উল্লেখ্য বসুনিয়ার হাটে অতিরিক্ত টোল আদায় নিয়ে একাধিক গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে প্রসাশনের। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।