চিলাহাটি খাদ্য গুদামে ধান,চাল সংগ্রহ অভিযান শুরু
https://www.obolokon24.com/2019/05/domar_23.html
এ.আই.পলাশ.চিলাহাটি,নীলফামারী প্রতিনিধিঃনীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি খাদ্য গুদামে ধান/চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।গতকাল বুধবার (২২শে মে) সন্ধ্যা ৬ টায় ধান/চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, নীলফামারী জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা রাইস মিল সংগঠনের নেতা হাজী মতলুবার রহমান, শফিয়ার রহমান, ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক, চিলাহাটি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিত্যনন্দ রায়, উপজেলা খাদ্য পরিদর্শক ও খাদ্য টি.আই. মোঃ জিয়াউর রহমান সহ স্থানীয় সাংবাদিক ও এলাকার প্রান্তিক চাষী এবং রাইস মিল সংগঠনের ব্যবসায়ীগন। উদ্বোধন কালে জেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন, “একমাত্র প্রান্তিক চাষীরা তাদের ধান ভালো মতো শুকিয়ে সরাসরি কাগজপত্র নিয়ে এই খাদ্য গুদামে এসে ধান দিতে পারবেন। যদি কোন অনিয়ম হয়, তাহলে আপনারা সরাসরি আমাকে জানাবেন। তার ব্যবস্থা আমি নেব”। প্রান্তিক চাষীদের কাছ থেকে ২১৩ মে.টন ধান ও ৭১টি মিলারের কাছ থেকে ১ হাজার ৮৮.৯১০ মে.টন।