ডোমারে কালবৈশাখী ঝড় , ব্যাপক ক্ষয়ক্ষতি

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-
ঃ নীলফামারীর ডোমারে গত শুক্রবার ভোর রাতে   কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির  খবর পাওয়া গেছে ।বিদ্যুৎ সরবরাহ লাইন ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় বিদ্যুৎ  আসা অনিশ্চিত হয়ে পড়েছে ।এতে জনজীবন বিপযর্স্ত  ।আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল  উপজেলা পরিষদের চেয়ারম্যান  তোফায়েল আহমেদ পরিদর্শন করেছেন ।
জানাগেছে, ডোমার পৌরসভার ৩  নং ওয়ার্ডের  বাসিন্দা  স¤্রাট (৫০) জানান, ভোর রাতে বিকট শব্দে  শোবার ঘর ভেঙ্গে পড়ছে ,বের হতে গিয়ে দরজা খুলছে না,  পরে  দেখি ,  আমার বাড়ী সংলগ্ন কৃষি ব্যাংকের বড় একটি জাম গাছ ,আমাদের কয়েকটি ঘরের উপর ভেঙ্গে পড়েছে ।অল্পের জন্য আমার পরিবারসহ প্রানে বেচে গেছি ।
 এ ব্যাপারে ডোমার পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুজ্জামান সুমন জানান, আমার ওয়ার্ডে ১৫/১৬ বাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে । এর মধ্যে এর মধ্যে সরকারী দুটি প্রতিষ্টান (কৃষিব্যাংক ও ডোমার খাদ্য বিভাগের কার্যালয় ) ক্ষতিগ্রস্ত হয়েছে ।এ ছাড়া দুটি শতবর্ষী গাছ উপরে পড়ে গেছে ।
এ ব্যাপারে ডোমার নিবার্হী প্রকৌশলী কার্যালয়ে মোবাইল করলে রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি ।
ডোমার উপজেলা নিবার্হী অফিসার উম্মে  ফাতিমা জানান, অল্প জায়গার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।ক্ষয়গ্রস্তদের তালিকা তৈরী করা হচ্ছে । 

পুরোনো সংবাদ

নীলফামারী 3536654200570836758

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item