ডোমারে কিশোর- কিশোরী সম্মেলন ও নাগরিক সংলাপ
https://www.obolokon24.com/2019/05/domar_16.html
ঃ নীলফামারীর ডোমারে বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বাল্য বিবাহের কারণ ও প্রতিকার বিষয়ক কিশোর- কিশোরী সম্মেলন ও নাগরিক সংলাপ অনুষ্টিত হয়েছে ।আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে ইউনিসেফ ও আরডিআরএস বাংলাদেশ এর সহযোগীতায় ডোমার উপজেলা প্রশাসন দিনব্যাপী এ সংলাপ আয়োজন করে ।এতে বিভিন্ন পর্যায়ের ষ্টেকহোল্ডার বা অংশীজনেরা তাদের মতামত তুলে ধরেন ।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে এ কিশোর- কিশোরী সম্মেলন ও নাগরিক সংলাপ শুরু হয় ।এ সম্মেলন ও নাগরিক সংলাপ অনুষ্টানের প্রধান অতিথি হিসাবে নীলফামারীর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আব্দুল মোতালেব সরকার, বিশেষ অতিথি ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান , ইউনিসেফ বাংলাদেশ রংপুর ও রাজশাহী জোনের চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসাইন, সিফোরডি অফিসার মঞ্জুর আহমেদ,আরডিআরএস প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুর রহমান, এলজিডি জেলা কো-অর্ডিনেটর আবু রায়হান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,রওশন কার্নিজ প্রমুখ উপস্থিত ছিলেন ।এতে উপজেলা ১০টি উচ্চ বিদ্যালয়ের ৪০ শিক্ষার্থী ,১০ জন প্রধান শিক্ষক ও স্থানীয় সরকারের ১০টি ইউপি পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ,সাংবাদিকসহ সমাজের নানা পর্যায়ের প্রায় দেড়শতাধিক অংশীজনেরা অংশ নেন ।