দিনাজপুরে আইইবি’র ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুস সাত্তার ॥ প্রকৌশলী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে উন্নত, আধুনিক, অসাম্প্রদায়িক ও সুখীসমৃদ্ধ দেশ গড়ার পথে দৃঢ় অবস্থান নেয়ার আহবান জানিয়ে  আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন বলেছেন, প্রকৌশলীরা জাতির অন্যতম মেধাবী সন্তান। একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য। এছাড়াও সবসময় সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আইইবি জাতীয় ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। ৭ মে মঙ্গলবার সকালে দিনাজপুর সড়ক ভবন প্রাঙ্গনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে দিনাজপুর কেন্দ্র আয়োজিত বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। আইইবি দিনাজপুর কেন্দ্রের সম্মানীয় সেক্রেটারি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম, নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, দিনাজপুর গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর সিদ্দিক, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল- মামুন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফইজুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহেদুল করিম, সড়ক ভবনের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ কামরুল হাসান সরকার, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী গোলাম মুরশেদ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম মোঃ আব্দুল মতিন প্রমুখ। র‌্যালির পূর্বে সকাল ৯টায় সড়ক ভবন প্রাঙ্গনে জাতীয় সংগীতের তালে তালে আইইবি’র পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন শেষে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান সম্মানীয় সেক্রেটারি মোঃ খলিলুর রহমান।

পুরোনো সংবাদ

দিনাজপুর 2417537304657405022

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item