ডিমলা খালিশা চাপানী ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষনা ও ইফতার মাহফিল

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ‘বাজেট সভায় অংশগ্রহণ করব, নিজের চাহিদা নিজেই বলবো’ এ শ্লোগানে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপনী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭-মে সোমবার বিকেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় পরিষদ চত্ত্বরে বাজেট ঘোষনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও ১ম শ্রেণীর ঠিকাদার আলহাজ্ব সেলিম সরকার লেবু, ইউনিয়ন আ’লীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম, ডালিয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক কছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হামিদ উদ্দিন, ইউপি সদস্য রমজান আলী প্রমুখ।

এতে আয় ধরা হয়েছে (রাজস্ব) ৪-কোটি, ৪লক্ষ, ৩৬ হাজার ৩০০ টাকা, ব্যয় (রাজস্ব) ধরা হয়েছে ৪ কোটি, ৪ লক্ষ, ৩৬ হাজার ২০০ টাকা। মোট ৪-কোটি ৪-লক্ষ, ৩৬ হাজার, ৩০০ টাকার উন্মুক্ত বাজেট ষোষনাপত্র পরে শোনান উক্ত পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। উদ্বৃত্ত সমপরিমান টাকা দেখানো হয়েছে বাজেট ঘোষনাপত্রে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাজেট ঘোষনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেখানে সকল ইউপি সদস্য, গ্রাম-পুলিশ, এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 5788590950763168059

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item