চিলাহাটিতে বিনামুল্যে স্যানিটারী রিং ও স্লাব বিতরণ

এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ শতভাগ স্যানিটেশন অর্জনের লক্ষ্যে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে হত দরিদ্রদের মাঝে বিনামুল্যে ল্যাট্রিন তৈরীর রিং ও স্লাব বিতরন করা হয়েছে।আজ বুধবার(১ মে) বিকেলে চিলাহাটি আদর্শ শিশু বিদ্যানিকেতন মাঠে নীলফামারী জেলা পরিষদের উদ্দোগে ডোমার উপজেলার ভোগডাবুরী, কেতকীবাড়ী ও গোমনাতি ইউনিয়নের ১০০ টি হত দরিদ্র পরিবারকে মধ্যে রিং ও স্লাব প্রদান করা হয়। এডিপি খাত থেকে এই  রিং ও স্লাব প্রদান করা হয়েছে।বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, জেলা পরিষদ সচিব ডঃ মোঃ সাইফুল আলম, সহ প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, ভোগডাবুরী ইউপি চেয়ারম্যান একরামূল হক, কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু, ভোগডাবুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি এ.কে.এম.জাহাঙ্গীর বসুনিয়া রাসেল প্রমূখ।এছাড়া তিনটি ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন জানান,১২টি ইউনিয়নের ও ১টি পৌরসভার হত দরিদ্র ৫০০ পরিবারের মধ্যে পর্যায়ক্রমে এই রিং ও স্লাব বিতরণ করা হবে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 1226274724316469101

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item