চিলাহাটিতে বিএনপির ইফতার মাহফিল
https://www.obolokon24.com/2019/05/bnp_29.html
এ.আই.পলাশ.চিলাহাটি,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজ মাঠে গতকাল মঙ্গলবার ( ২৮শে মে) ভোগডাবুরী ও কেতকীবাড়ী ইউনিয়নের উদ্দোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বিএনপির নেতা আনিছুর রহমান কোকো।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃ আক্তারুজ্জামান জুয়েল, আবু ছাদেক লুলু চৌধুরী, ডোমার উপজেলা বিএনপির আহ্বায়ক রেয়াজুল ইসলাম কালু, সদস্য সচিব আক্তারুজ্জামান সুমন, বিএনপির নেতা সুমন, ডোমার উপজেলা ছাত্রদলের সভাপতি শান্ত সহ নীলফামারী জেলা ও ডোমার উপজেলার বিএনপিসহ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডোমার-ডিমলার উন্নয়নের বাহক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাইয়ের নেতৃত্বে আজ ডোমারডিমলার প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ তার অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতা কর্মী তৈরী হয়েছে। সারা দেশে আজ বিএনপির নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে এইসরকার মামলাবাজ সরকারে পরিনত হয়েছে। ঈদের পর আন্দোলনের মাধ্যমে রাজপথ দখল করে গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মুক্ত করা হবে। আপনারা সবাই অপেক্ষা করুন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কেতকীবাড়ী ইউপির সাবেক সভাপতি খতিবর রহমান, আলোচনাটি সঞ্চালন করেন, দেলোয়ার হোসেন।