পঞ্চগড় এক্সপ্রেস এর উদ্বোধন

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়

শনিবার (২৫ মে) দুপুরে পঞ্চগড় স্টেশন থেকে  পঞ্চগড় এক্সপ্রেস এর যাত্রা শুরু করেছে। রাত ১০.৩৫ মিনিটে নাগাদ ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশনে পৌঁছাবে। এরপর রাত ১২.১০ মিনিটে ফিরতি যাত্রার মাধ্যমে ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন-২ এর চলাচল শুরু হবে।

দেশরতœ শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে  ট্রেনটি উদ্ধোধন করেন। পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে  পঞ্চগড় রেলওয়ে স্টেশনে রেলপথ মন্রী এ্যাড : নুরুল ইসলাম সুজন এমপি, পঞ্চগড় -১ এমপি  মজাহারুল হক প্রধান, রংপুর রেঞ্জ এর ডিআইজি দেবাশীষ ভট্টাচার্য, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,  বাংলাদেশ রেলওয়ে  পশ্চিম অঞ্চলের  জেনারেল ম্যানেজার  খন্দকার শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ গিয়াস উদ্দীন আহমদ্ প্রমূখ উপস্থিত ছিলেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, পঞ্চগড় এক্সপ্রেস এ ট্রেনটি ১২ টি বগি ৮৯৬ টি আসন।  ভাড়া ধরা হয়েছে শোভন চেয়ার ৫৫০ টাকা, এসি চেয়ার ১ হাজার ৩৫ টাকা ও এসি কেবিন ১ হাজার ২৬০ টাকা। রেলপথে পঞ্চগড়ের দূরত্ব ৬৩৯ কিলোমিটার রাস্তা পারি দিতে সময় লাগবে ৯.৪০ মিনিট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নতুন এ ট্রেনের নামকরণ করেছেন 'পঞ্চগড় এক্সপ্রেস'। নতুন এ ট্রেনটি ঢাকা থেকে বিরতিহীনভাবে পার্বতীপুর,দিনাজপুর,ঠাকুরগাঁও,স্টেশনে থামবে পরে শেষ স্টেশন হিসেবে পঞ্চগড় স্টেশনে পৌঁছাবে।পঞ্চগড় থেকে একইভাবে ঠাকুরগাঁও,দিনাজপুর,পার্বতীপুর,বিমান বন্দর ,হয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3664376269892646398

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item