চিলাহাটি বাজারে রমজান মাসকে পুঁজি করে ৪ টাকা হালির কলা ৩০ টাকায় বিক্রি

এ.আই.পলাশ.চিলাহাটি,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি বাজারে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রমজান মাসকে পুঁজি করে সাধারণ ক্রেতাদের জিম্মি করে ৪ টাকা হালির কলা ৩০ টাকায় বিক্রি করছে। প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় শুধু কলা নয়, সাধারণ ক্রেতাদের কাছ থেকে প্রতি নিয়ত ব্যবসায়ীরা চিনি, দুধ, লবণ, চা পাতা, খেজুর, তেল, গরুর মাংস, খাসির মাংস, ছাগলের মাংস, মাছসহ নিত্ত প্রয়োজনীয় পন্যের দাম দিন দিন বৃদ্ধি পেয়েই চলছে। জানা গেছে, নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার, মাছের বাজার, মাংসের বাজার, মুদি খানার ব্যবসা পৃথক পৃথক সিন্ডিকেটের নেতারা এই বাজারগুলো নিয়ন্ত্রন করে থাকে। যেকোন ব্যপারে কোন ক্রেতা যদি কোন ব্যবসায়ীর উপর চড়াও হয়, তাহলে সেই  সিন্ডিকেটের নেতারা এসে উল্টো ক্রেতা ব্যক্তির উপরেই দোষ চাপিয়ে দেয়। এই কারনেই এই এলাকার ব্যবসায়ীরা সব সময় তাদের ইচ্ছা মতোই জিনিসপত্রের দাম নিয়ে থাকে। ঠিক এরেই সূত্র ধরে, কলা ব্যবসায়ীরা ৪ টাকা হালির কলা ৩০ টাকায় বিক্রি করছে। এই দৃশ্য দেখে মনে হয়, প্রতিবাদ করার কেউ নেই।

পুরোনো সংবাদ

নীলফামারী 3280840113738668511

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item