চিলাহাটিতে আশা স্বাস্থ্যকেন্দ্রের ফিজিওথেরাপির উদ্বোধন
https://www.obolokon24.com/2019/05/asa.html
এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি আশা স্বাস্থ্যকেন্দ্রের ফিজিওথেরাপির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় আজ সোমবার(১৩ই মে) সকাল ১০টায়। আশা এনজিওর নীলফামারীর জেলা ম্যানেজার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেতকীবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,চিলাহাটি প্রেসক্লাবের সিনিয়ার সহ-সভাপতি, এ.আই.পলাশ, প্রেসক্লাব সম্পাদক আশরাফুল হক কাজল, ইউপি সদস্যসহিদুল ইসলাম লিটন, আরএম, ডোমার আনিছুর রহমান , ম্যানেজার আমিনুর রহমান ও ডাঃ শাহরিয়ার আলম। বক্তারা বলেন, আশা এনজিওর মাধ্যমে এলাকার হাজার হাজার দুস্থ পরিবারগুলো সহজ কিস্তিতে ঋন নিয়ে স্বাবলম্বী হয়েছে। এর পাশাপাশি এলাকার নি¤œ আয়ের পরিবারের ছোট ছোট ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য প্রতিটি পাড়ায় পাড়ায় আশার শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। তেমনি সাধারণ অবহেলিত মানুষের কথা চিন্তা করে আশা স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধন হয় প্রায় ২ বছর পূর্বে। সেই থেকে এলাকার হতদরিদ্র পরিবার সহ বিভিন্ন ব্যক্তিদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এরেই সূত্র ধরে এলাকারবাসীর কথা চিন্তা করে তিনদিন ব্যাপি এই ফিজিওথেরাপির উদ্বোধন করা হয়েছে।