চিলাহাটিতে অটোবাইকের চাপায় ৩ বছরের শিশু নিহত
https://www.obolokon24.com/2019/05/accient.html
এআই পলাশ-নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে অটোবাইকের চাপায় মুরাদ (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার(৭ মে) সকাল ৭ টার দিকে চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়কের কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত মুরাদ (৩) ওই মো. নাজমুলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান,মুরাদ বাড়ির পাশের রাস্তা দিয়ে হাটছিল। ওই সময় দ্রুতবেগে আসা শফিক অটো নামে একটি অটোবাইক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন মুরাদকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুপুরে শিশু মুরাদের মৃত দেহ বাড়িতে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা ঘটনা স্থলে এসে অটো বাইকটি তাদের হেফাজতে নিয়ে যায়।তবে এই সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন প্রকার মামলা দায়ের হয়নি।চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।