দিনাজপুরে সেপটিক ট্যাংকে পড়ে ২ শ্রমিক নিহত

আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবদুল খালেক (৪৫) ও একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে মো. নাসিম (৩৫)।

কাহারোল থানার ওসি আইয়ুব আলী জানান, সকাল ৯টার দিকে উপজেলার ইসাইল গ্রামে শমসের আলীর বাড়িতে সেপটিক ট্যাংকের ঢাকনা খুলতে গিয়ে অসাবধানতাবশত ওই দুই শ্রমিক ভেতরে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

পরে নিহতদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে কাহারোল থানায় একটি ইউডি মামলা করা হবে বলে জানান ওসি।

পুরোনো সংবাদ

নির্বাচিত 2471715993954359805

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item