প্রস্তুতি ম্যাচে ৮৮ রানে হারল বাংলাদেশ
https://www.obolokon24.com/2019/05/Bangladesh-cricket.html
অনলাইন ডেস্ক
প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৮৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।
রবিবার (৫ মে) ডাবলিনের ক্লনটার্ফে ত্রিদেশী সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড উলভসের করা ৮ উইকেটে ৩০৭ রানের জবাবে বাংলাদেশ দল ৪২.৪ ওভারে ২১৯ রানে অল আউট হয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সাকিব ৪৩ বলে ৫৪ রান করেন। এছাড়া শুধুমাত্র মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে আসে ৩৭ রান। এই দুইজন ছাড়া আর কেউই ব্যাট হাতে দাড়াতে পারেনি এই ম্যাচে।
এর আগে টসে হেরে বোলিংয়ে নেমে বাংলাদেশকে ভালো সুচনা এনে দিতে পারেননি তাসকিন-রুবেলরা। দলীয় ৩৩ রানে উলভস ওপেনার টেক্টরকে রুবেল ফেরালেও আরেক ওপেনার ম্যাককলামকে আউট করতে ব্যর্থ হন তারা। পরবর্তীতে দলীয় ৭৯ রানে শেননকে ফেরান সাকিব। কিন্তু ম্যাককলাম-সিমি সিংয়ের দুর্দান্ত জুটিতে মুখ থুবড়ে পড়ে তাসকিন-ফরহাদ রেজারা।
সেঞ্চুরি তুলে নেন ওপেনার ম্যাককলাম। ১২৪ রানের ওপেনিং জুটির পর ১০২ রান করে রুবেলের বলে ফিরে যান ম্যাককলাম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট নেন মিরাজ-তাসকিনরা। এরপরও ৮ উইকেট হেরে ৩০৭ রানের বড় পুঁজি গড়ে আয়ারল্যান্ড উলভস।
বাংলাদেশের হয়ে তাসকিন ৩ টি, রুবেল ২ টি, সাকিব, মিরাজ ও ফরহাদ রেজা নেন ১ টি করে উইকেট ।
আয়ারল্যান্ড উলভস: ৫০ ওভারে ৩০৭/৮ (টেক্টর ১৫, ম্যাককলাম ১০২, শ্যানন ১৮, সিমি ৯১, টেক্টর ৮, গেটকেক ৯, ডোহেনি ১, রক ৯, কেইন ২৭*, ইয়াং ১২*; রুবেল ৯-০-৬৩-২, তাসকিন ১০-০-৬৬-৩, ফরহাদ ১০-০-৬৬-১, সাকিব ১০-১-৩০-১, মিরাজ ৬-০-৪৪-১, সাব্বির ৫-০-৩৫-০)।
বাংলাদেশ: ৪২.৪ ওভারে ২১৯ (তামিম ২১, লিটন ২৬, সাকিব ৫৪, মুশফিক ১১, মিঠুন ১৩, মাহমুদউল্লাহ ৩৭, সাব্বির ০, মিরাজ ৫, ফরহাদ ১৫, তাসকিন ১৪, রুবেল ২*; ইয়াং ৭.৪-০-৩০-১, কেইন ৯-২-৩৮-২, চেইস ৭-০-২৯-১, গেটকেক ৯-০-৫৭-১, সিমি ৯-০-৫১-৪, টেক্টর ১-০-৯-০)।
ফল: আয়ারল্যান্ড উলভস ৮৮ রানে জয়ী
প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৮৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।
রবিবার (৫ মে) ডাবলিনের ক্লনটার্ফে ত্রিদেশী সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড উলভসের করা ৮ উইকেটে ৩০৭ রানের জবাবে বাংলাদেশ দল ৪২.৪ ওভারে ২১৯ রানে অল আউট হয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সাকিব ৪৩ বলে ৫৪ রান করেন। এছাড়া শুধুমাত্র মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে আসে ৩৭ রান। এই দুইজন ছাড়া আর কেউই ব্যাট হাতে দাড়াতে পারেনি এই ম্যাচে।
এর আগে টসে হেরে বোলিংয়ে নেমে বাংলাদেশকে ভালো সুচনা এনে দিতে পারেননি তাসকিন-রুবেলরা। দলীয় ৩৩ রানে উলভস ওপেনার টেক্টরকে রুবেল ফেরালেও আরেক ওপেনার ম্যাককলামকে আউট করতে ব্যর্থ হন তারা। পরবর্তীতে দলীয় ৭৯ রানে শেননকে ফেরান সাকিব। কিন্তু ম্যাককলাম-সিমি সিংয়ের দুর্দান্ত জুটিতে মুখ থুবড়ে পড়ে তাসকিন-ফরহাদ রেজারা।
সেঞ্চুরি তুলে নেন ওপেনার ম্যাককলাম। ১২৪ রানের ওপেনিং জুটির পর ১০২ রান করে রুবেলের বলে ফিরে যান ম্যাককলাম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট নেন মিরাজ-তাসকিনরা। এরপরও ৮ উইকেট হেরে ৩০৭ রানের বড় পুঁজি গড়ে আয়ারল্যান্ড উলভস।
বাংলাদেশের হয়ে তাসকিন ৩ টি, রুবেল ২ টি, সাকিব, মিরাজ ও ফরহাদ রেজা নেন ১ টি করে উইকেট ।
আয়ারল্যান্ড উলভস: ৫০ ওভারে ৩০৭/৮ (টেক্টর ১৫, ম্যাককলাম ১০২, শ্যানন ১৮, সিমি ৯১, টেক্টর ৮, গেটকেক ৯, ডোহেনি ১, রক ৯, কেইন ২৭*, ইয়াং ১২*; রুবেল ৯-০-৬৩-২, তাসকিন ১০-০-৬৬-৩, ফরহাদ ১০-০-৬৬-১, সাকিব ১০-১-৩০-১, মিরাজ ৬-০-৪৪-১, সাব্বির ৫-০-৩৫-০)।
বাংলাদেশ: ৪২.৪ ওভারে ২১৯ (তামিম ২১, লিটন ২৬, সাকিব ৫৪, মুশফিক ১১, মিঠুন ১৩, মাহমুদউল্লাহ ৩৭, সাব্বির ০, মিরাজ ৫, ফরহাদ ১৫, তাসকিন ১৪, রুবেল ২*; ইয়াং ৭.৪-০-৩০-১, কেইন ৯-২-৩৮-২, চেইস ৭-০-২৯-১, গেটকেক ৯-০-৫৭-১, সিমি ৯-০-৫১-৪, টেক্টর ১-০-৯-০)।
ফল: আয়ারল্যান্ড উলভস ৮৮ রানে জয়ী