পার্বতীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে। শনিবার সকালে পার্বতীপুর রেলওয়ে পাওয়ার হাউজ কলোনী এলাকায় ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে পাওয়ার হাউজ কলোনী এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আরিফ হোসেন (৪২) কে ৩৫পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সে পার্বতীপুর শহরে রোস্তমনগর মহল্লার মৃত আনোয়ার হোসেনের পুত্র। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনার দিন সকালে প্রকাশ্যে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে ধরা হয়।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 4926895481280323166

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item