সুন্দর ও যানজটমুক্ত ঠাকুরগাঁও শহর গড়তে চাই -রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, সবার মতো আমারও আকাক্সক্ষা সুন্দর ও যানজটমুক্ত আধুনিক ঠাকুরগাঁও শহর গড়ার। যে শহরে আমরা সবাই বাস করি, যে শহরে আমাদের ছেলেমেয়েরা বেড়ে উঠছে, অন্য সবার মতো একজন এমপি হিসেবে আমারও চাওয়া সুন্দরভাবে শহরটাকে আধুনিক বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এসব কথা বলেন।

সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, আমরা নিজেরাই অসচেতনভাবে যেখানে সেখানে ময়লা ফেলে শহরটা নোংরা করি, এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। 

তিনি বলেন, সুন্দর ও যানজটমুক্ত ঠাকুরগাঁও শহর গড়তে আমাদের ব্যাপক কর্মযজ্ঞের পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ এবং পৌরসভা একসাথে কাজ করবে। রাস্তার ওপর কোনো যানবাহন থাকতে পারবে না। ম্যাজিষ্ট্রেট দাঁড়িয়ে থেকে সব পরিস্কার করে দিয়ে আসবে।

রমেশ সেন বলেন, নিয়ন্ত্রণহীন ব্যাটারী চালিত ইজিবাইক এখন ঠাকুরগাঁও শহরে যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে পথচারী ও যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঠাকুরগাঁও শহরকে যানজটমুক্ত করতে ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ন্ত্রণে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হচ্ছে।

ঠাকুরগাঁও শহরকে সুন্দর ও যানজটমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন সাংসদ রমেশ চন্দ্র সেন।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, জেলা আ.লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক দীপক কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা পরিষদের নির্বাহী নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল প্রমুখ।

আইনশৃঙ্খলা কমিটির সভায় ঠাকুরগাঁও জেলার ৬ থানার ভারপ্রাপ্ত কমকর্তা, ৫ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে জেলার আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 406742480534355297

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item