ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে পালিত হল পহেলা বৈশাখ
https://www.obolokon24.com/2019/04/thakurgaon_14.html
আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি। ঠাকুরগাঁও সদর এলাকায় বরণ করে নিয়ে ঠাকুরগাঁওয়ে সংগীতসহ বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে পালন করছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো। রোববার সকাল ৬টায় নিক্কন সংগীত বিদ্যালয়ের পরিবেশনায় জজকোর্ট বটমূল চত্বরে অনুষ্ঠিত হলো প্রভাতি অনুষ্ঠান। রবীন্দ্র, নজরুল, ভাওয়াইয়া, পল্লীগীতি, আঞ্চলিক গান ছাড়াও পরিবেশিত হয় কবিতা আবৃত্তি।
অনুষ্ঠান উপভোগ করতে সকাল থেকে জজকোট বটমূলে নানা বয়সী সংগীতপ্রেমীরা আসতে শুরু করেন। কানায় কানায় ভরে যায় জজকোর্ট বটমূল চত্বর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ড. মুহম্মদ শহীদ উজ জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা।