মেহের আফরোজ শাওনের নতুন গান


অনলাইন ডেস্ক


আসছে পরিচালক, অভিনেত্রী এবং গায়িকা মেহের আফরোজ শাওন এর নতুন একটি মৌলিক গান। বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ হুমায়ূন আহমেদের প্রয়ানের পর এই প্রথম কোন মৌলিক গানে কণ্ঠ এবং মিউজিক ভিডিওতে অংশ নিলেন তিনি। গানটির শিরোনাম ‘ইলশে গুঁড়ি’।
গানটি লিখেছেন জুলফিকার রাসেল, দুই বাংলার জনপ্রিয় শিল্পী সুরকার নচিকেতার সুরে গানটির সংগীত আয়োজন করেছেন তুনাই দেবাশীষ গাঙ্গুলী। কিন্নর দলের পরিবেশনায় ও ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে আগামী সোমবার (২২ এপ্রিল) মুক্তি পাচ্ছে গানটির ভিডিও।

 মিউজিক ভিডিওর পরিচালক মীর শরিফুল করিম শ্রাবণ জানান, শাওন নিজেই এই ভিডিওতে পর্দার সামনে এসেছেন বহুদিন পরে।
নিজের গান এবং গানের ভিডিওতে অভিনয় প্রসঙ্গে শাওন জানালেন- ‘এটা একটা ঘোর লাগা গান। এটা একটা মায়া ভরা গান । এতে প্রকৃতিতে ফিরে যাবার ব্যাকুলতা আছে। নিজের মনের খাঁচা খুলে মুক্ত হবার ইচ্ছা আছে। হাসতে মানা নাই, কাঁদতেও দ্বিধা নাই। আশা নিয়ে, মাথা তুলে বাঁচার আশা আছে। মিউজিক ভিডিওটা এই আবেগগুলো ধারণ করেই তৈরি হয়েছে।
ধ্রুব মিউজিক স্টেশন ডিএমএস জানায়, আগামী ২২ এপ্রিল , বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘ইলশে গুঁড়ি’ গানটির ভিডিও।  পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 5089104328462275310

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item