বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলবে:মাশরাফিদের উদ্দেশে প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক



বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সেখানে পৌঁছানন তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
টাইগারদের উৎসাহ দেয়ার এ সৌজন্য সাক্ষাতে ক্রিকেটাররা ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও কোচরা উপস্থিত আছেন।

এসময় মাশরাফিদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলবে। কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। লম্বা সময় সেখানে থাকতে হবে। মনোযোগ ধরে রাখবে।

সাক্ষাৎ শেষে গণভবনে প্রধানমন্ত্রী ও ক্রিকেটাররা একসঙ্গে দুপুরের খাবার খাবেন। এর পর বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ৫ মে দেশ ছেড়ে উড়াল দেবেন মাশরাফি-সাকিবরা।

এর আগে গেল সোমবার বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করে বিসিবি। ওই দিন হোম অব ক্রিকেট মিরপুরে ওয়ানডে অধিনায়ক মাশরাফির হাতে নতুন জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 7535590695157617908

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item