সৈয়দপুরে জুয়া খেলার দায়ে ১৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে জুয়ার খেলার দায়ে ১৩ ব্যক্তির বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।  গতকাল সোমবার (২২ এপ্রিল) রাতে তাদের ওই সাজা প্রদান করা হয় ভ্রাম্যমান আদালত। সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই ভ্রাম্যমান  আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে, মো. সোহেল (৩২), মো. হামিদুল (৫২), মো. আকবর (৩৬),  মো. নুর ইসলাম (৪৩), আজিজুল ইসলাম (৬১), আব্দুর রাজ্জাক (৩৬), মো. কামাল(৪৩), মো. নুরুজ্জামান(৩৫), মো. কাল্লু (৪২), নুরুল হুদা (৩০) মো. স্বপন (৪৭), মো. মনির খান (৫৫) এবং মো. সেকেন্দার আলী (৬০)। 
 ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শহরের পুরাতন মুন্সিপাড়া  ইসলামিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বাড়িতে বেশকিছু দিন যাবৎ জমজমাট জুয়ার আসর চলছিল।  গোপন সূত্রে এ খবর পেয়ে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমর কুমার সরকারের উপস্থিতিতে সৈয়দপুর পুলিশ ওই জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় জুয়ার খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামসহ ১৩ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে  জুয়ার খেলার অপরাধে ১৮৩৭ সালের বঙ্গীয় জুয়া আইনের ৩ ও ৪ ধাারয় তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতে  বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। উল্লিখিত দন্ডপ্রাপ্তদের মধ্যে শেষের দুই জনের বাড়ি যথাক্রমে নতুন বাবুপাড়া ও কয়ানিজপাড়ায়। আর অবশিষ্ট ১১ জনের বাড়ি মুন্সিপাড়ায়। তাদের প্রত্যেক বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে এক মাস, সাত দিন ও  তিন দিনের কারাদন্ড।
 কারাদন্ডপ্রাপ্তদের গতকাল (মঙ্গলবার) নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তির কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5539409162392507964

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item