সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর শাহিন হোসেনের ছেলের ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহিন হোসেনের ছেলে ফরিদ মাহ্মুদ গতকাল বুধবার গভীর রাতে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল  করেছেন ( ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ দূরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৪ বছর। তিনি বাবা-মা, বোন,অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল (বৃহস্পতিবার) বাদ আছর শহরে কয়াগোলাহাট স্কুল এন্ড কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজায় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমকে শহরের গোলাহাট কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজির হোসেন, সাধারণ সম্পাদক ফাহিম আলম মিতুল, পৌর শাখার সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মো. সিফাত সরকার প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 
প্রসঙ্গত, ফরিদ মাহ্মুদ ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক।      

পুরোনো সংবাদ

নীলফামারী 2009425720901320759

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item