নববর্ষ উপলক্ষে সৈয়দপুরে বন্ধন শিল্পী গোষ্ঠীর কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : 
নীলফামারীর সৈয়দপুরে বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠী আয়োজন করে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের সাহেবপাড়ায় গতকাল শুক্রবার বিকেলে ওই কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক ওয়াহেদ সরকার, এমকে টেলিভিশনের স্টাফ রিপোর্টার আফরোজ আহাম্মেদ সিদ্দিকী (টুইংকেল)।
 অনুষ্ঠানে সংগঠনের সহ- সভাপতি বেলাল হোসেন সভাপতিত্ব করেন।
 এতে আর.বি.এন.এস এর কো-অডিনেটর আমিরুল আলম শাহিন, সৈয়দপুর মাধ্যমিক শিক্ষা অফিসের আফিস সহকারী  কাজী মো: আনিছুল রহমান, বাঁশবাড়ি সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহম্মেদ তাজ বিচারকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনটির সদস্য মোহাম্মদ আলী, তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন  সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক রইজ উদ্দিন রকি।
 শহরের বিভিন্ন স্কুলের তৃতীয় শ্রেণী হতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
আবৃত্তি প্রতিযোগিতায়  শহরের কাজিপাড়াস্থ হোপ লার্নিং সেন্টারের নাসরিন প্রথম স্থান, চাইল্স ডার্বিং স্কুলের চাঁদনী দ্বিতীয় , সাহেব পাড়াস্থ টগর স্কুলের নাজিয়া তৃতীয়, চাইল্স লার্নিং স্কুলের আফসানা চতুর্থ, কাজিপাড়াস্থ হোপ লার্নিং সেন্টারের বরকতি পঞ্চম, জাফর এন্ড আরিফ স্কুলের শিক্ষার্থী সোনামনি ষষ্ঠ স্থান অর্জন করে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 3242419739302312275

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item