সৈয়দপুরে হেড এন্ড নেক ক্যান্সার সার্পোট ফাউন্ডেশনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে হেড এন্ড নেক ক্যান্সার সার্পোট ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এক বিশাল মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ(বৃহস্পতিবার) শহরের পুরাতন বাবুপাড়া দারুল উলুম মোড় এলাকায় ওই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের নাক, কান, গলা ও হেড নেক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহ্বুবুল আলম চৌধুরী ওই ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতা করেন।
  জাতীয় নাক, কান, গলা ইন্সটিটিউটের পরিচালক এবং নাক, কান, গলা ও হেড নেক সার্জারী বিভাগের অধ্যাপক ডা. মো. আবু হানিফ এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্পে ঢাকার ও রংপুর বিভাগীগের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ঢাকা ইউনাইটেড হাসপাতালের অধ্যাপক ডা. মো. মেজবাহ উদ্দিন আহমেদ, ঢাকা উত্তরা’র মেডিক্যাল কলেজ ফর ওমেন্স এর নাক, কান, গলা ও হেড নেক সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাসিম ইয়াসমিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, ঢাকার পপুলার ডায়াগনোস্টিক সেন্টারের চীফ কনসালটেন্ট ডা. মতিউর রহমান, জাতীয় নাক কান গলা ইন্সটিটিউটের নাক, কান, গলা ও হেড নেক সার্জারী বিভাগের গবেষণা কর্মকর্তা ডা. মো. শফিউল আকরাম, সহকারী রেজিস্ট্রার ডা. পলাশ চন্দ্র সরকার, ঢাকা মেডিক্যাল কলেজের মেডিক্যাল অফিসার ডা. পলাশ চন্দ্র সরকার।
ক্যাম্পে সার্বিক দায়িত্ব পালনকারী ম. ম. রেজাউল করিম বিদ্যূৎ জানান, দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রায় সহস্্রাধিক রোগীকে প্রয়োজনীয় চিকিৎস সেবা দেওয়া হয়েছে।
এর আগে সকালে মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ওই মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। মেডিকাল ক্যাম্পে আমন্ত্রিত অতিথি, সুধীজন, চিকিৎসক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।             

পুরোনো সংবাদ

নীলফামারী 5094001581857869593

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item