সৈয়দপুরে বসুন্ধরা কিংস্-পুলিশ সুপার কাপ কাবাডি মেগা টূর্নামেন্ট অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
বসুন্ধরা কিংস্-পুলিশ সুপার কাপ কাবাডি মেগা টূর্ণামেন্টের প্রথম পর্বের দ্বিতীয় দিনের খেলা (হোম এন্ড অ্যাওয়ে) ভেন্যু নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায় নীলফামারী জেলা পুলিশ ওই টূর্ণামেন্টের আয়োজন করেছে। গত শনিবার (১৩ এপ্রিল) রাতে নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনী ফাইভ স্টার মাঠে দুইটি খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় নীলফামারীর ডোমার থানা পুলিশ কাবাডি দল ৬২ - ৪৩ পয়েন্টে সৈয়দপুর থানা পুলিশ কাবাডি দলকে হারায়। অপর খেলায় জলঢাকা থানা পুলিশ কাবাডি দল ৪১ - ৩২ পয়েন্টে সৈয়দপুর থানা পুলিশ কাবাডি দলকে হায়িয়েছে। প্রথম খেলায় ডোমার থানা কাবাডি দলের মো. মিজানুর এবং দ্বিতীয় খেলায় জলঢাকা থানা পুলিশ কাবাডি দলের রোমান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
এর আগে বসুন্ধরা কিংস এর সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম মিনহাজ কাবাডি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক চন্দ্র পাল ও নীলফামারী স্পেশাল পিপি ও জেলা যুব লীগের সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র বর্ধ্বণ বাপ্পী।
এতে সভাপতিত্ব্ করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জাহান পাশা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মো. আতিকুর রহমান,  সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু প্রমূখ।
 উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী,  সৈয়দপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিবহন শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল, আওয়ামী লীগ নেতা জোাবায়দুর রহমান শাহীন, সরকার মো. কবির উদ্দিন ইউনুছসহ অন্যান্য নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।
 টূর্ণামেন্টের খেলা চলাকালে নীলফামারী পুলিশ সুপার মো. আশরাফ হোসেন পিপিএম সস্ত্রীক উপস্থিত হয়ে পুরো খেলা উপভোগ করেন।
বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক ক্রীড়ামোদী মানুষ উপস্থিত থেকে আমাদের জাতীয় খেলা কাবাডি উপভোগ করেন।
প্রসঙ্গত, নীলফামারী জেলার ৬ টি থানা পুলিশ কাবাডি দল ৬টি ভেণ্যূতে টূর্ণামেন্টে  খেলায় অংশ নিচ্ছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6280577630130782267

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item