সৈয়দপুরে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন  লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা - ২০১৯ উপলক্ষে  বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 সকাল ১০টায় সৈয়দপুর উপজেলা ভূমি অফিস এর আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে উপজেলা পরিষদ রোড, বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এতে শেষ হয়। শোভাযাত্রায় সৈয়দপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমচারী, জনপ্রতিনিধি, সুধীজন, সাংবাদিক ও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীসহ বিপুল  সংখ্যক মানুষ অংশ নেয়।পরে “ রাখব নিস্কন্টক জমি - বাড়ি, করব সবাই ই-নামজারি” ভূমি সেবা সপ্তাহের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা ১১ টায় সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা হয়।
এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
 সভায় বিশেষ অতিথি ছিলেন  সৈয়দপুর উপজেলা পরিষদ  নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
এর আগে মাল্টিমিডিয়া প্রজেক্টে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নানা তথ্য উপাত্ত ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এটি উপস্থাপন করেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।                                           

পুরোনো সংবাদ

নীলফামারী 1300116991971291594

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item