পাগলাপীরে লাহিড়ীরহাট শ্যামপুর সড়কের কার্পেটিং উঠে গর্ত সৃষ্টি হয়ে পড়ায়- দূভোর্গ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ পাগলাপীর লাহিড়ীরহাট শ্যামপুুর সড়কের জিরো পয়েন্ট রংপুরের পাগলাপীর বন্দরের মেসার্স আল মদিনা ট্রেডার্স ও ব্যবসায়ী রুমন মিয়ার বাসার সামনে সড়কের কার্পেটিং পাথর খোয়া উঠে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়ে পড়ছে। এর ফলে সড়কে চলাচলরত বাস কোর্চ ট্রাক কার মাইক্রো অটো সিএনজি ভটভটি মটর সাইকেল রিকসা ভ্যান সহ নানা যানবাহনগুলোকে পোহাতে হচ্ছে চরম দূভোর্গ। চলতি এপ্রিল মাসের গত ১ সপ্তাহে উক্ত স্থানে ৫টি সড়ক দূঘর্টনায় ৩টি যাত্রীবাহী অটো ও দুটি রিকসা ভ্যান উল্টে চালক সহ ২০ যাত্রী গুরুতর জখম হয়েছেন বলে স্থানীয় বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। জানা গেছে পাগলাপীর লাহিড়ীরহাট শ্যামপুর সড়কটি জেলার একটি জনগুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়ক। সড়কের পাগলাপীর বন্দরের মেসার্স আল মদিনা ট্রেডার্স ও ব্যবসায়ী রুমনের বাসার সামনে কার্পেটিং পাথর খোয়া উঠে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়ে পরায় সড়কটিতে দিন দিন যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়ছে। সড়কের এই বেহাল ভগ্নদশায় প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে ছোট ছোট দূঘর্টনা সহ নানা অপ্রতিকর ঘটনার স্বীকার হচ্ছেন। তাই সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের মালিক চালক ও পাগলাপীরের সচেতন মহল সড়কটির উক্ত স্থানে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 5424565693668178567

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item