রংপুরে পায়রাবন্দ ভানজের মোড়ের শহীদ মিনার কথিত জামায়াত নেতা সাইফুল গং ভেঙ্গে ফেলেছে
https://www.obolokon24.com/2019/04/rangpur_76.html
রংপুর অফিস : ১৯৭১ সালে বাংলা ভাষা রাষ্ট চাই ৭ মার্চ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের রেসকোস ময়দানে ভাষনে উজ্জীবিত হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল রংপুরে ছাত্র-জনতা আবাল তরুণ যুবকরা ।রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ভানজের মোড়ে ২০১৫ সালে নির্মিত শহীদ মিনার অস্থায়ীভাবে নির্মাণ করা হয় । এখানে ২৬ মাচ স্বাধীনতা দিবস,বিজয় দিবস ১৬ ডিসেন্বর,২১ ফেব্রয়ারী আন্তরজাতিক মাতৃভাষা দিবস ওই শহীদ মিনারে প্রতি বছর ওই এলাকার যুব-সমাজেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান । কিন্তু কথিত জামায়াত নেতা ও তার সহ কর্মীরা শহীদ মিনারটি ভেঙ্গে ফেলেন । এ ঘটনায় এলাকার দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বসী মানুষেরা মিঠাপুকুর থানায় অভিযোগ দিলে ২ বার পুলিশ এসেও আসামী কে গ্রেফতার করতে পারেনি । কথিত জামায়াত নেতা সাইফুল প্রতিবেদকে বলেন আমি ওয়ার্কাস পাটি করি ।বতমানে উপজেলা চেয়ারম্যান জাকির ভাইয়ের খুব কাছের মানুষ আমি । আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নহে ।পায়রাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বলেন সাইফুল প্রথমে ২টি পিলার ভেঙ্গে রাতের আধারে ও পরের দিন ১টি পিলার ভেঙ্গে দেয় । এলাকাবাসী মানিক বলেন শহীদ মিনারটি ভেঙ্গে ফেলেছে সাইফুল, তার পরিবার সারা জীবন জামায়াত শিবিরের রাজনীতীর সাথে জড়িত ছিলেন । এখন ভোল্ট পাল্টিয়ে উপজেলা চেয়ারম্যান জাকিরের লোক ও ওয়াকাস পাটির নাম ভাঙ্গিয়ে চলছে । তরুণ প্রজন্মের আলী, মমিনুল বলেন যে, এই জায়গাটি জামায়াত নিয়ন্ত্রীত । যারা এতদিন জামায়াত শিবির করেছেন তারাই আজ বলছে শহীদ মিনারের প্রতিষ্ঠাতা তারাই -শুনলে হাসি পায় চোরের মুখে রাম রাম । মিঠাপুকুর খানার ওসি বলেন অভিযোগ পেয়েছি আমার থানার পুলিশ ২ বার গিয়েছিল কিন্তুু আসামী পলাতক ছিল দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছি । পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার প্রতিবেদককে বলেন ঘটনা সত্য বিষটি স্পশকাতর শহীদ মিনার ভেঙ্গে ফেলেছে বিষটি নিয়ে আমি এমপি মহাদয়ের সাথে কথা বলেছি । মিঠাপুকুর উপজেলা নির্বাহী মামুন ভুইয়ার সাথে মুঠোফোনে কখা হলে তিনি জানান বিষয়টি আমার জানা নেই । এখন যেহেতু জানলাম দ্রুত পদক্ষেপ গ্রহন করব ।উল্লেখ্য রংপুরে প্রখম রাজাকারের বিরুদ্ধে পায়রাবন্দ এলাকার শালমারার বীরমুক্তিযোদ্ধা ভোলার স্ত্রী তবিরণ নেছা রংপুর কোটে আব্দুল মজিদ রাজাকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন । সেই মামলাটি উকিল ছিলেন মৃত অ্যাডভোকেট বাবু সোনা শহীদ মিনারটি সরকারী জায়গায় নির্মাণ থাকলেও জামায়াত নেতারা দাবী করেন জায়গাটি তাদের ।এলাকাবাসী রংপুর জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ।