গঙ্গাচড়ায় দ্রুত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি প্রদান

সফিয়ার কাজল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারী ইউনিয়নে দ্রুত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিতে তিস্তা সাংস্কৃতিক গোষ্ঠী গঙ্গাচড়া স্মারকলিপি প্রদান করেছে। তারা গত মঙ্গলবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবীর এর নিকট স্মারকলিপি প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় তিস্তা নদী বিধৌত এ অঞ্চলের মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন, নদী ভাঙ্গন রোধ ও নিরাপদ চলাচলের নিমিত্তে উপজেলার লক্ষিটারী ইউনিয়নে তিস্তা নদীর উপর ইতিমধ্যেই ১টি সেতু নির্মান করেছে সরকার। যার নামকরণ করা হয়েছে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু। সেতুটি চালু হওয়ায় লালমনিরহাট ও রংপুর জেলার মানুষের যাতায়াতের কষ্ট লাঘব হয়েছে। সেই সাথে এ অঞ্চলের মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন ও বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে বর্তমান সরকার উপজেলার লক্ষিটারী ইউনিয়নে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা গ্রহণ করেছে। সে অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোঃ আবুল কালাম আজাদ ও রংপুরের জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্থান পরিদর্শন করেছেন। অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের শত শত বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। নদী এলাকায় গড়ে উঠবে ব্যবসা বাণিজ্য’র অপার সম্ভাবনা। স্থানীয় লোকজন দেখতে পাবে তাদের দীর্ঘ দিনের কাঙ্খিত স্বপ্নের বাস্তব রুপ। কিন্তু একটি কুচক্রি মহলের বাধার কারণে এ প্রকল্পের কাজ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে লক্ষিটারী ইউ.পি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, তিস্তা সাংস্কৃতিক গোষ্ঠী গঙ্গাচড়ার সভাপতি ও আওয়ামীলীগ নেতা বুলবুল আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, সদস্য আরিফুল ইসলাম জানান। তারা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এর আগে একই দাবিতে লক্ষিটারী ইউনিয়ন পরিষদ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে।

পুরোনো সংবাদ

রংপুর 2555052390191292552

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item