রংপুর সদরে মমিনপুরে নার্সারী করে সাফলতা লাভ

হাজী মারুফ রংপুর অফিস । রংপুর সদর উপজেলার মমিনপুরে বীজের ব্যবসা থেকে এখন সফল নার্সারী ব্যবসায়ী ।  শফিউল ইসলাস দ:মমিনপুরে ৩ একর জমির মধ্যো দীর্ঘ ১৫ বছর আগে নার্সারী শুরু করেন তিনি নিজেও একজন ইনজিনিয়ার । নার্সারী শুরু করার সময় অনেক কষ্ট হলেও রংপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তারা আমাকে সহ অনেককেই টেনিং দেন । এবং পরিচ্চজা শিখানো হয়  । এছাড়া গাছে পোকা মাকর দ্রুত ফলন বিষয়ে সদর কৃষি কর্মকতারা খোজ খবর রাখেন । এছাড়া ফুলের চারার উপর টেনিং দেওয়া হয় । আমি সাররিগা নার্সারী করে আজ আমি স্বাভলন্বী । আমার এলাকায় এখন অনেক নার্সারী গড়ে উঠছে । আমি ধন্যবাদ জানাই ডিজিটাল বাংলার রুপকার রংপুরের পুত্রবধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে কৃষক দের যে পরিমান সহযোগিতা করছেন তাতে আমরা আর ভাল করতে পারব । এছাড়াও রংপুর সদর উপজেলা কৃষি কর্মকতারা সর্ব সময় কৃষকদের পাশে থাকেন । সরকার যদি কৃষকদের ও নার্সারী তৈরীর জন্য সহজ কিস্তিতে লোন দিতেন তাহলে এলাকায় জনগণ আর নার্সারীতে উৎসাহ পেত । 

পুরোনো সংবাদ

রংপুর 7991161163803203878

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item