রংপুরে গঙ্গাচড়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের ভুলে একজন নিরাপরাধ ব্যক্তির হাজতবাস

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :

 রংপুরের গঙ্গাচড়ায় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের ভুলে একজন নিরাপরাধ ব্যক্তিকে ০২ দিন জেল হাজত বাসের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় দায়ী পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের শাস্তি দাবী করেছেন এলাকাবাসী। জানা যায় গংগাচড়া বাজারে বাদশা মিয়া নামে একজন হোটেল ব্যবসায়ীর কয়েক বছর পূর্বে ব্যবসা করার সময় তার নামে ব্যবহৃত পল্লী বিদ্যুতের বাণিজ্যিক মিটারের বিল বকেয়া হয়। বকেয়া বিলের জন্য গংগাচড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ নুরুজ্জামান বাদী হয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিজ্ঞ প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে বাদশার বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার হিসাব নং-৭২২/১৯০০ মামলা নং-১৭৭২/১৮। মিটার ব্যবহারকারী বাদশা মিয়ার পিতার নাম ছহির উদ্দিন হলেও মিটার বিল ও মামলায় ছহির উদ্দিনের স্থলে মহির উদ্দিন দেখানো হয়। উক্ত মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে গঙ্গাচড়া মডেল থানায় পাঠিয়ে দেয়। থানা পুলিশ গত শুক্রবার রাতে গংগাচড়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মহির উদ্দিনের পুত্র বাদশা মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দেয়। গ্রেফতারকৃত বাদশার নামে কোন মিটার নাই। শুধুমাত্র পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের ভুলের খেশারত দিতে হলো নির্দোশ বাদশাকে। স্থানীয়রা জানায় বিদ্যুতের  মিটার নিতে হলে অফিসে জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজপত্র জমা দিয়ে বিদ্যুৎ অফিসে আবেদন করতে  হয়। পরে অফিস কর্তৃক তদন্ত শেষে মিটার দেয়া হয়। তাহলে কেন পিতার নাম ভুল হবে? তাদের ভুলের কারণেই একজন নির্দোশ ব্যক্তিকে জেল খাটতে হলো বলে তারা দায়ী পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের শাস্তি দাবী করেন। এ বিষয়ে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুজ্জামান মিয়া তাদের ভুলের কথা স্বীকার করে বলেন মিটারটি অনেক আগের সংযোগ, আমরা রেজিস্ট্রারে মিটার ব্যবহারকারী  বাদশা মিয়ার পিতার নাম মহির উদ্দিন পেয়েছি। তবে লোক মুখে শুনেছি তার পিতার নাম ছহির উদ্দিন। গংগাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুশান্ত সরকার বলেন আমরা গ্রেফতারি পরোয়ানা মূলে মহির উদ্দিনের পুত্র বাদশা মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি। গ্রেফতারকৃত ব্যক্তির  পিতার নাম মামলায় যদি ভুল হয়ে থাকে তা পল্লী বিদ্যুৎ অফিসের। আমরা শুধু মহামান্য আদালতের নির্দেশ পালন করেছি।

পুরোনো সংবাদ

রংপুর 8782984621601124656

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item