হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা। এ উপলক্ষ্যে ২৫ এপ্রিল ২০১৯ রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় অত্র ইউপির ক্যাম্পাসে আয়োজন করা হয় এক বাজেট সভার। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোঃ রুহুল আমিন মিয়া, বিশেষ অতিথি সদর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত সাদিয়া সুমী, খলেয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ লিখন মিয়া চান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় বক্তব্য রাখেন সচিব মোঃ মতিউর রহমান, ইউপি সদস্য হাবিবুর রহমান দুলু, ডা. সুনিল চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, লিটন চন্দ্র মহন্ত, রাকিবুল ইসলাম, মোজাহারুল ইসলাম তুফান, মশিয়ার রহমান যাদু, সহিদার রহমান মন্টু, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ শরিফা বেগম, দুলালী বেগম, নাজমা বেগম, শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিস্টিক্ট ফ্যাসিলিটেটর ইএএলজি প্রকল্প ইউডিপি’র রংপুর প্রতিনিধি মোঃ মাহবুবুল আলম, জাপান বাংলাদেশ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধান গণ। এর আগে ইউপি সচিব মোঃ মতিউর রহমান ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন। মোট বাজেট ১ কোটি ৯৩ লক্ষ টাকা ৫২ হাজার ৯শত ৭৫ টাকা, এর মধ্যে নিজস্ব ৩৬ লক্ষ ৮২ হাজার ৮ শত ৩০ টাকা এবং উন্নয়ন ১ কোটি ৫৫ লক্ষ ৯১ হাজার ৩ শত চুয়ান্ন টাকা। বাজেট অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দ সহ সকলদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।