রংপুর সদর উপজেলার হরিদেবপুর পানবাজারের তরুণ যুবক আলাউদ্দিন কৃষিতে সাফল্য

হাজী মারুফ রংপুর অফিস :
আলাউদ্দিন বাবা আ: খালেক গাছ লাগানোর অনুপ্রেরণায় তাকে উৎসাহীত করে । তরণ যুবক রংপুর বিভাগে সবচেয়ে বড় লিচু বাগান তৈরী করেন ।৯৬ সালে তার বাবা রংপুর সিটি কর্পোরেশনের বাবু পাড়ার প্রথম বাগান তৈরী করেন । তার বাবার অনুপ্রেরনায় ধরে তার সন্তান  আলাউদ্দিন রংপুর সদর উপজেলার হরিদেবপুরে পানবাজার এলাকায় ৩একর জমিতে লিচু বাগান তৈরী করেন । এবং তাকে সহযোগীতা করছেন রংপুর সদর উপজেলার কৃষি অফিসের ওই ইউনিনের দায়িত্বে রফিকুল ইসলাম তিনি সার্বক্ষণিক ভাবে গাছ কিভাবে পরিচর্চা ঔষধ-স্প্রে-করতে হয় সব টেনিং মাধ্যমে আলাউদ্দিনকে শেখান হয় । এবং রংপুর সদর উপজেলা কৃষি অফিসে বিভিন্ন গাছের উপর টেনিং দেওয়া হয় ।প্রতি বছর আলাউদ্দিন লিচু ৬থেকে ৭ লাখ টাকার বিত্রিু করে এখন স্বাবলন্ভী হয়েছেন । এখন ৩ একর জায়গার উপর তার লিচুর চারার পরিচর্চা চলছে । রংপুরের ফলের বাজারে সিটি বাজারে এই বাগাগের লিচুর কদর খুব । আ্লাউদ্দিন ও আলোকিত সকাল কে বলেন, রংপুরের চাষীরা প্রতিবাাবভান আমাদেরকে দিনাজপুরের লিচুর জন্য তাকিয়ে থাকতে হবেনা । যদি ডিজিটাল বাংলার রুপকার রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খামারীদের সহজ কিস্তিতে  লোনের ব্যবস্থাা করত তাহলে অনেকে কৃষক আগ্রহী হবেন ।এছাড়া রংপুর সদর উপজেলার কৃষি অফিসাররা সব সময় আমাদের পরামশ দেন খোজ খবর রাখেন । রংপুর জেলার সফল কৃষক তালিকায় আলাউদ্দিন নাম ১০ নান্বারে আছেন বলে রংপুর সদর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে ।

পুরোনো সংবাদ

রংপুর 144824657039980827

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item