রংপুরে কন্যা দায়গ্রস্থ পরিবারকে একুশে সঞ্চয় সমিতির বিয়ের উপহার সামগ্রী প্রদান

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের দক্ষিণ খলেয়া মাঝাপাড়া গ্রামের মোঃ দুলাল মিয়া ও মর্জিনা বেগম নামে এক অসহায় দরিদ্র কন্যা দায়গ্রস্থ পরিবারকে বিয়ের উপহার সামগ্রী প্রদান করলেন একুশে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে স্থানীয় একটি সংগঠন। এ উপলক্ষ্যে ৩০ মার্চ ২০১৯ইং রোজ শনিবার সন্ধ্যায় খলেয়া গঞ্জিপুর বাজারস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় এক সুধী বৈঠকের। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা সমবায় অফিসার মোঃ তৌহিদুর রহমান, বিশেষ অতিথি গংগাচড়া উপজেলার সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, বদরগঞ্জ উপজেলা সমবায় অফিসর মোরজেদুল ইসলাম। একুশে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক মোঃ আব্দুস ছালেক এর সঞ্চালনায় উক্ত বিয়ের উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি লাভলু মিয়া, কোষাধ্যক্ষ শ্রী দীপঙ্কর সরকার, পরিচালক তাহেরুজ্জামান তাপস, ওমর ফারুক, সাবেক সভাপতি শ্রী পরেশ চন্দ্র সরকার, সাধারন সদস্য রেজ্জাকুল ইসলাম রাজ্জাক, সোহাগ শাহ্ সহ স্থানীয় বিশিষ্টজনরা। উক্ত সুধী বৈঠক শেষে অতিথি সহ সংগঠনের নেতৃবৃন্দরা কন্যাদায়গ্রস্থ পরিবার মোঃ দুলাল মিয়া ও মর্জিনা বেগমের হাতে লেপ, তোসক, বালিশ, জগ, গামলা, ডেকসি, বালতি, গ্লাস, ডালি, কুলা, চাইলন সহ সুখের সংসার গড়ে তোলার প্রত্যাশায় বিয়ের নানান উপহার সামগ্রী প্রদান করা হয়। জানা যায় খলেয়া ইউনিয়নের দক্ষিণ খলেয়া মাঝাপাড়া গ্রামের অসহায় দরিদ্র দুলাল মিয়া ও মর্জিনা বেগমের কন্যা মোছাঃ দয়ালী বেগমের সঙ্গে ৫/৬ মাস পূর্বে রংপুর মহানগীর সুকানচকি গ্রামের মোঃ মহির উদ্দিনের পুত্র মোঃ মুকুল মিয়ার সঙ্গে বিয়ে হয়। উক্ত নবদম্পত্তির সংসারে অনাবিল সুখ-শান্তির কামনায় একুশে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের বিয়ের সামগ্রী প্রদানে এটি মহতী উদ্যোগ। সংগঠনের সভপতি আনোয়ার  হোসেন ও সম্পাদক আব্দুস ছালেক সাংবাদিককে বলেন খলেয়া ও বেতগাড়ী সহ পার্শ্ববর্তী যে কোন ইউনিয়নে অসহায় দরিদ্র ঘরের কন্যার বিয়ে, মৃত্যু ব্যক্তির দাফন, চিকিৎসা সেবা সহ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা তারা প্রদান করে আসছে। পরে উক্ত নবদম্পত্তির সংসার সুখ-শান্তির ও দেশ ও জাতির কল্যান কামনায় এক বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। 

পুরোনো সংবাদ

রংপুর 6430450068387146922

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item