নীলফামারীর দিঘিতে ডুবে যাওয়া সুমনের মরদেহ ৫দিন পর ভেসে উঠলো

ইনজামাম-উল-হক নির্ণয়,,নীলফামারী ৭ এপ্রিল॥ নীলফামারী জেলা সদরে বিন্যাবতীর বিরাট দিঘিতে সনাতন হিন্দু ধর্মের পূণ্য¯স্নানোৎসবে  (বারুনী স্নান ) নেমে দীঘিতে তলিয়ে যাওয়া সুমন চন্দ্র রায় (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজের পাঁচদিনের মাথায় ৯৬ ঘন্টাপর ভেসে উঠলো মরদেহটি। আজ রবিবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৮টার সময় তার মরদেহটি দিঘির উত্তর পাশে ভেসে উঠে।
গত বুধবার (৩ এপ্রিল) সকাল ৭টায় ওই দিঘিতেবারুনী স্নান করতে নেমে সুমন তলিয়ে গিয়েছিল। ঘটনার দিন হতে দুইদিন ধরে ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরি দিঘির ভেতর অনুসন্ধ্যান চালিয়ে সুমনকে উদ্ধার অভিযান পরিচালনা করেছিল। আজ রবিবার সকাল হতে জেলা প্রশাসকের পক্ষে জাল টেনে উদ্ধার অভিযান পরিচালনার কথা ছিল। এর আগেই মরদেহ ভেসে উঠে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিবছরের ন্যায় জেলা সদরের গোড়গাম ইউনিয়নের অবস্থিত বিন্যাবতীর বিরাট দিঘিতে (নীলসাগর)  সনাতন হিন্দু ধর্মের তিনদিনব্যাপী পূণ্য¯স্নানোৎসবে শুরু হয়েছিল গত বুধবার হতে। সেদিন ভোর থেকে দিঘি স্থানে হাজার হাজার সনাতন ধর্মের মানুষজন সমবেত হতে থাকে। এদের মধ্যে সুমন তিন বন্ধুকে নিয়ে দিঘিতে ¯œান করতে নেমেছিল। তারা বিন্যাবতী দিঘির পশ্চিম পার্শ্বের ঘাটের ডাঙ্গায় পড়নের জামা-কাপড় রেখে পানিতে নেমে সাঁতার কেটে পূর্ব প্রান্তের ঘাটের দিকে যাওয়ার পথে  দিঘির গভীর পানিতে তলিয়ে যায় সুমন। একই গ্রামের সম বয়সী সুমনের তিন বন্ধু বিপুল চন্দ্র রায়, অনুকুল চন্দ্র রায় ও উত্তম কুমার রায়ের চিৎকারে তারা সহ উপস্থিত মানুষজন তাৎক্ষনিকভাবে সুমনকে রক্ষা ও উদ্ধার করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
সেদিন নীলফামারী ফায়ার সার্ভিসের সহায়তায় রংপুর হতে ডুবুরী দলের একটি ইউনিট বেলা ১১টার থেকে নিখোঁজ সুমনকে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরের দিনও দিনভর ডুবুরি দল অনুসন্ধ্যান চালিয়ে সুমনকে উদ্ধার করতে পারেনি। ফলে ডুবুরি দল উদ্ধার অভিযান বন্ধ করে দেয়। অপর দিকে স্থানীয় লোকজন জাল ও বড় বড় বরশী ফেলে সুমনকে উদ্ধারের চেস্টা অব্যাহত রাখলেও গতকাল শনিবার (৬ এপ্রিল) বিকাল পর্যন্ত সুমনের সন্ধ্যান কেউ করতে পারেনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলম বলেন, আমরা আজ সকাল ৮টার দিকে জাল নিয়ে পুকুর পাড়ে উপস্থিত হওয়ার আগেই নিখোঁজ সুমনের লাশ স্থানীয়রা ভেসে উঠতে দেখে। তাৎক্ষনিকভাবে লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম, নীলফামারী দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ এনামুল হক, খোকশাবাড়ি ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান, গোড়গ্রাম ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম, সুমনের পরিবারের সদস্যরা। #  

পুরোনো সংবাদ

নীলফামারী 2095809033161053752

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item