নীলফামারীতে চাঁদাবাজির মামলায় সাবেক পৌর কাউন্সিলর গ্রেফতার

বিশেষ প্রতিনিধি॥ নীলফামারীতে ঠিকাদারের চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক পৌর কাউন্সিলর আতাউর রহমান বাবু (৪০)। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা শহরের মাধার মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগ মতে, নীলফামারী শহর বাইপাস সড়কের উন্নয়ন কাজ করছে যৌথভাবে রানা বিল্ডার্স, নাভানা কন্সট্রাকশন ও ইসলাম ব্রাদার্স নামে তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান। মামলার পাঁচ আসামী সংঘবদ্ধ হয়ে দুই লাখ টাকা চাঁদার দাবিতে ওই উন্নয়ন কাজে বাধা সৃষ্টি ও কর্মরতদের হুমকি প্রদান করে  ২৩ এপ্রিল দুপুরে। এঘটনায় আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে সদর থানায় মামলা দায়ের করেন ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার পিয়াল হোসেন মারুফ।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক পলাশ কান্তি রায় বলেন মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অপর দিকে আতাউর রহমান বাবুর পরিবার থেকে বলা হয় নির্মানাধীন ওই সড়কে তাদের জমি রয়েছে। ওই জমি ওই রাস্তার জন্য অধিগ্রহন করা হয়নি। কিন্তু ঠিকাদার ব্যাক্তি মালিকার জমি সহ রাস্তার কাজ শুরু করলে সেটি বাধা দেয়া হয়। অথচ ঘটনাটি ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। যা আদৌ সত্য নয়। #

পুরোনো সংবাদ

নীলফামারী 387676829796798772

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item