নীলফামারীর গ্রামে স্বেচ্ছাশ্রমে মাটির রাস্তা রক্ষায় সংস্কার কাজ শুরু করেছে এলাকা যুবকরা
https://www.obolokon24.com/2019/04/nilphamari_13.html
ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী বলেন, প্রকৃতপক্ষে ওই রাস্তাটির ধারে রয়েছে ভড় ভড় খাল। বর্ষার সময় রাস্তা ভেঙ্গে যায়। এটি সংস্কার কাজ করতে গেলে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার দরকার হতো। কিন্ত সরকারী কোন বাজেট বা বরাদ্দ না পাওয়ায় ইউনিয়ন পরিষদ ও এলাকার যুব সমাজ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজটি শুরু করা হয়েছে।
ওই এলাকার সহিদুর রহমান বলেন, এখানে প্রায় চারশত পরিবার দীর্ঘদিন থেকে ওই ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছিল। বর্ষার সময় আরো কঠিন অবস্থা দাঁড়ায়। তাই ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহযোগিতা ও খালিসা পাড়া যুবসমাজের উদ্দ্যোগে রাস্তাটি সংস্কার করা হচ্ছে।
যুব সমিতির আবুল কালাম জানায়, কারো ওপর নির্ভর না করে আমরা দেশের ও দেশের মানুষের জন্য ছোটখাটো কাজ গুলি (যুব সমাজ) করতে পারি। তাই আমরা নিজ উদ্দ্যোগে নিজের এলাকার কাজ নিজেরাই করছি। এ কাজে কেউ দড়ি, বাঁশ দিয়েছে, কেউ চাল দিয়েছে। আবার অনেকেই কাজে নেমে পড়ে পরিশ্রম করে মাটি কেটে দিচ্ছে। ছোট ছোট স্কুলগামী শিশুরাও থেমে ছিল না। এই যুবকের কথা হলো “দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ”।#