জলঢাকায় পহেলা বৈশাখ পালনে ব্যাপক প্রস্তুতি

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বর্ষবরন পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে উপজেলা প্রশাসন ও  সামাজিক সংগঠন “শিকড়”। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু ছাড়াও থানা পুলিশের প্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিতি ছিলেন। অন্যদিকে সামাজিক সংগঠন শিকড় ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি পালনের মধ্য দিয়ে বৈশাখ পালনের কর্মসূচীর উদ্বোধন করবে। এছাড়াও পহেলা বৈশাখের দিন সকালে  নীলফারীর ৩ সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল ও উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা শিকড়ের নেতৃত্বে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহন করবে। বাঙালীর আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি লালন , ভাওয়াইয়া, লোক সংগীত, জারি সারি,নাগরদোলা, চরকিখেলাসহ বিভিন্ন কসমেটিক, খেলার সামগ্রী নিয়ে দোকান বসবে শিকড় কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী জলঢাকা মাস্টারপাড়া কাচারি মাঠের বৈশাখী মেলায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 3150602946544530101

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item