নাগেশ্বরীতে অবৃত্তি সংগঠন কথকের ১৯ বছর পূর্তি উৎসব
https://www.obolokon24.com/2019/04/kurigram_19.html
হাফিজুর রহমান হৃদয় কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবস্থিত বাংলাদেশে সু-নাম অর্জনকরা আবৃত্তি সংগঠন কথকের আহবায়ক ও নাগেশ্বরী সরকারী কলেজের বাংলা প্রভাষক রেজাউল করিম রেজার আহবানে গতকাল নাগেশ্বরী পৌর হলরুমে সকাল- সন্ধা কথকের ১৯ বছর পূর্তি উৎতসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নজরুল গভেষক ও বাংলাদেশ বেতার রংপুরের নিয়মিত শিল্পী প্রিয় মানুষ সুব্রত কুমার ভট্রাযার্চের সভাপত্বিতে, জাতীয় পর্যায়ে আবৃত্তিতে চ্যাম্পিয়ন কথকের অন্যতম সদস্য হাবিবা সুলতানা হ্যাপির উপাস্থাপনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা পারভিন, অতিরিক্ত ম্যাজিজট্রেট জিলুফা সুলতানা, পৌর মেয়র আলহাজ্ব আব্দুর রহমান মিয়া, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আল ইমরান, আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বরেন্য আবৃত্তি সংগঠন ঢাকার ভার্ষ্যর বন্ধ পদ্দায়, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলির সদস্য ও বরেন্য আবৃত্তি সংগঠন ঢাকার মাসকুর-এ-ছাত্তার কল্লোল প্রমুখ।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবস্থিত বাংলাদেশে সু-নাম অর্জনকরা আবৃত্তি সংগঠন কথকের আহবায়ক ও নাগেশ্বরী সরকারী কলেজের বাংলা প্রভাষক রেজাউল করিম রেজার আহবানে গতকাল নাগেশ্বরী পৌর হলরুমে সকাল- সন্ধা কথকের ১৯ বছর পূর্তি উৎতসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নজরুল গভেষক ও বাংলাদেশ বেতার রংপুরের নিয়মিত শিল্পী প্রিয় মানুষ সুব্রত কুমার ভট্রাযার্চের সভাপত্বিতে, জাতীয় পর্যায়ে আবৃত্তিতে চ্যাম্পিয়ন কথকের অন্যতম সদস্য হাবিবা সুলতানা হ্যাপির উপাস্থাপনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা পারভিন, অতিরিক্ত ম্যাজিজট্রেট জিলুফা সুলতানা, পৌর মেয়র আলহাজ্ব আব্দুর রহমান মিয়া, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আল ইমরান, আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বরেন্য আবৃত্তি সংগঠন ঢাকার ভার্ষ্যর বন্ধ পদ্দায়, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলির সদস্য ও বরেন্য আবৃত্তি সংগঠন ঢাকার মাসকুর-এ-ছাত্তার কল্লোল প্রমুখ।