নাগেশ্বরীতে বীরমুক্তিযোদ্ধা আইনুল হক পাঠাগারের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
https://www.obolokon24.com/2019/04/kurigram_18.html
হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা আইনুল হক পাঠাগারের উদ্বোধন, সংবর্ধনা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এলকার যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা, বাল্য বিয়ে, সচেতনতা সৃষ্টি ও সাধারণের মাঝে জ্ঞানের আলো ছড়াতে গতকাল উপজেলার সন্তোষপুর ইউনিয়নের তালেবেরহাট বাজারে পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজ সেবক আনিসুর রহমানের পৃষ্ঠপোষকতায় তাঁর বাবা বীরমুক্তিযোদ্ধা আইনুল হকের নামে এ পাঠাগার উদ্বোধন করা হয়। পাঠাগারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আছলাম হোসেন সওদাগর। এ সময় প্রধান অতিথিকে সংবর্ধনা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা আইনুল হক ও পাঠাগার এবং আনিকা বেতার শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুর রহমান। সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী ব্যাপারী লাকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ মো. আছলাম হোসেন সওদাগর, বিশেষ অতিথি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মধুরহাইল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ব্যাপারী, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাইটার প্রধান, বীর মুক্তিযোদ্ধা আইনুল হত পাঠাগার ও আনিকা বেতার শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুর রহমান প্রমুখ। পরে আনিকা বেতার শ্রোতা ক্লাব, টিভি, বেতার ও অতিথি শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়াও শেষে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক একটি নাটক মঞ্চায়িত হয়।