জলঢাকায় জানো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2019/04/jaldhaka_81.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ খাদ্যাভ্যাস, নবজাতক, অল্পবয়স্ক শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের যতœ, যথাযথ পরিছন্নতা ব্যবহারবিধি, পুষ্টি সংবেদনশীল ও জলবায়ুবান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ে এলাকার জনগোষ্ঠীর জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষে নীলফামারীর জলঢাকায় সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জয়েন্ট একশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় কর্মশালায় উপজেলার ৫০ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করে।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রংপুর বিভাগীয় ডিভিশনাল ম্যানেজার ডাঃ হৃষিকেশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। কর্মশালায় আরো বক্তব্যে রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাফরুহা আকতার,
জানো প্রকল্পের ম্যানেজার ডাঃ মাহবুব আলম, সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান, মনিটরিং অফিসার হীরালাল বিস্বাস, ফিল্ড ফ্যাসিলেটেটর খুরশিদা রহমান, বেলাল হোসেন ও দীনেশ চন্দ্র রায় প্রমুখ। ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে এই প্রকল্প রংপুর বিভাগের দুই জেলার ৭টি উপজেলার পাঁচবছরের কম বয়সী শিশুদের অপুষ্টি নিরসন, তৎসংগে গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী ও কিশোর-কিশোরীদের পুষ্টির চাহিদা নিরুপনে অবদান রাখবে।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রংপুর বিভাগীয় ডিভিশনাল ম্যানেজার ডাঃ হৃষিকেশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। কর্মশালায় আরো বক্তব্যে রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাফরুহা আকতার,
জানো প্রকল্পের ম্যানেজার ডাঃ মাহবুব আলম, সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান, মনিটরিং অফিসার হীরালাল বিস্বাস, ফিল্ড ফ্যাসিলেটেটর খুরশিদা রহমান, বেলাল হোসেন ও দীনেশ চন্দ্র রায় প্রমুখ। ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে এই প্রকল্প রংপুর বিভাগের দুই জেলার ৭টি উপজেলার পাঁচবছরের কম বয়সী শিশুদের অপুষ্টি নিরসন, তৎসংগে গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী ও কিশোর-কিশোরীদের পুষ্টির চাহিদা নিরুপনে অবদান রাখবে।