জলঢাকায় ভাওয়াইয়া একাডেমীর উদ্বোধন
https://www.obolokon24.com/2019/04/jaldhaka_77.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "সংগীত মানুষের হৃদয় স্পর্শ করে - সংগীত মানুষের মনের খোরাক" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ভাওয়াইয়া একাডেমীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার কৈমারী ইউনিয়নের টগড়ার ডাঙ্গা এলাকায় ভাওয়াইয়া একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা সংগীত ক্লাসের উদ্বোধন করেন। একাডেমীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য ও সমাজকর্মী রশিদুল ইসলাম, সমাজকর্মী আনিছুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বাংলাদেশ বেতারের নীলফামারী সংবাদদাতা মর্তুজা ইসলাম ও শতফুল সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মালেক প্রম্খু। অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন ভাওয়াইয়া একাডেমীর সাধারন সম্পাদক বিনোদ কুমার রায় সহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।