জলঢাকায় গাছ থেকে পড়ে গিয়ে কাঠুরিয়ার মৃত্যু
https://www.obolokon24.com/2019/04/jaldhaka_21.html
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥ গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে আমিনুর (৫০) নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলা শৌলমারী ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ৪ সন্তানের জনক আমিনুর ওই এলাকার মৃত খেতু মামুদের ছেলে। তার পেশা গাছ কাটা।
স্থানীয়রা জানান, ঘটনার সময় কাঠুরি আমিনুর কাঁঠাল গাছের উপরে উঠে ডালপালা কাটাতে থাকে। এ সময় হাত ফসকে তিনি মাটিতে পড়ে যান। তার হাত পা ও বুকের পাঁজর ভেঙ্গে মাথা থেকে রক্ত ঝড়তে থাকে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#
স্থানীয়রা জানান, ঘটনার সময় কাঠুরি আমিনুর কাঁঠাল গাছের উপরে উঠে ডালপালা কাটাতে থাকে। এ সময় হাত ফসকে তিনি মাটিতে পড়ে যান। তার হাত পা ও বুকের পাঁজর ভেঙ্গে মাথা থেকে রক্ত ঝড়তে থাকে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#