জলঢাকায় জোড়ালাগা জমজ শিশুর উন্নত চিকিৎসা করতে আর্থিক সহায়তা প্রয়োজন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ তবে কি ওদের জীবন প্রদীপ নিভে যাবে? অর্থের কাছে বলি হয়ে যাবে নিষ্পাপ দুটি শিশু। এমন প্রশ্ন দেখা দিয়েছে জলঢাকার আনাচে-কানাচে। সম্প্রতি জলঢাকার প্রাইভেট ডে-নাইট হাসপাতালে জন্ম নেয় জোড়ালাগা জমজ দুই কন্যাশিশু। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন করা না গেলে তাদের জীবন প্রদীপ যে কোন সময় নিভে যেতে পারে। কিন্তু বাস্তবতা বরই কঠিন। গার্মেন্টসে শ্রমিক পিতার কাছে তা শুধু স্বপ্ন। জন্মের পাঁচদিন হয়ে গেছে তবুও অর্থের অভাবে চিকিৎসা শুরু করতে পারছেনা। সরেজমিন ওই হাসপাতালে গিয়ে দেখা যায় জমজ জোড়ালাগা শিশুটির কোমরে জোড়া লাগানো রয়েছে। কথা হয় শিশু দুটির বাবা লালমিয়ার সাথে সে জানায় জন্মের পরদিন সবার কথামত জোড়ালাগা শিশু দুটিকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে ছিলাম শিশু। লাল মিয়া আরো জানায় ডাক্তার বলেছেন ঢাকা ছাড়া এমন জটিল অপারেশন সম্ভব নয়। তাই আবার জলঢাকায় নিয়ে এসেছি। লাল মিয়ার স্ত্রী হনুফা আকতার বলেন, গত বছর ৮ জুলাই আমাদের বিয়ে হয়। অভাব অনটনের মধ্যে আমাদের সংসার জীবন। এখন সন্তান দুটোকে কেমন করে বাঁচাবো?। ডে-নাইট হাসপাতালের মালিক মহিতুর ইসলাম ও মোস্তাকিম বলেন গত ৫ এপ্রিল প্রসব ব্যাথা নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়। ওই দিনেই সিজারের মাধ্যমে তাদের ১ম বাচ্চা হিসেবে জোড়ালাগা শিশু দুটির জন্ম হয়। তারা আরও জানায় ঢাকা ছাড়া শিশু দুটিকে আলাদা করা সম্ভব নয় বলে চিকিৎসকগন আমাদের জানিয়েছেন। শিশু দুটির বাবা লাল মিয়া সাংবাদিকদের জানায়, আমরা গরিব মানুষ শুনেছি ঢাকায় নিয়ে অপারেশন করা গেলে আমার নিষ্পাপ বাচ্চা দুটিকে বাচাঁনো যাবে। কিন্তু এত টাকা কোথায় পাই ? এসময় সে আরও জানায় আমরা ঢাকা যাব সে ভাড়াও আমার কাছে নেই। তাই তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। এদিকে শিশু দুটিকে এক নজর দেখার জন্য প্রতিদিন দুর দুরান্ত থেকে মানুষ এসে দেখে যাচ্ছে আর যে যার মত করে সহযোগিতা করছেন। এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ বলেন, শিশু দুটিকে আলাদা করতে দ্রুত ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন। কিন্তু দরিদ্র ওই পিতার পক্ষে তা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের শিশু দুটির পাশে দাড়ানোর আহবান জানান তিনি। ডে-নাইট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সেলিম শাহ জানান টুইন শিশু কনজয়েন্ট এ সমস্ত জোড়ালাগা শিশুদের ঢাকায় বড় সার্জেন্ট দ্বারা অপারেশন করা হলে শিশু দুটিকে আলাদা করা সম্ভব হবে। সে ক্ষেত্রে যত দ্রুত ঢাকায় নেওয়া প্রয়োজন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8094438018035183239

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item