জলঢাকায় ২৭৫ জন দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ভাতা'র কার্ড বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ২৭৫ জন দরিদ্র মানুষের মাঝে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরন করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্দ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী কাঠালী ইউনিয়ন পরিষদ চত্বরে দরিদ্র উপকারভোগী মানুষের মাঝে এই কার্ড বিতরন করেন উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুর মোর্শেদ খান ও কাঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব নুরুজ্জামান, সমাজসেবা অফিসের আবুল কাশেম, উপজেলা যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক বসুনিয়া, ইউপি সদস্য রহিদুল প্রমুখ। ২০১৮ - ১৯ অর্থবছরের বরাদ্দকৃত এই কার্ড সমাজসেবা অধিদপ্তর থেকে  উপজেলার ১৮৪ জনকে বয়স্ক ভাতা, ৫৯ জনকে প্রতিবন্ধী ভাতা ও ৩২ জনকে বিধবা ভাতার কার্ড প্রদান করা হয়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন বলেন, সমাজসেবা অধিদপ্তর আমার ইউনিয়নের জন্য ৮৪টা বয়স্ক ভাতার কার্ড প্রদান করে কিন্তু সমাজসেবা মন্ত্রনালয় থেকে আমি আরো ১০০টি অতিরিক্ত কার্ড ইউনিয়নের মানুষের জন্য বরাদ্দ করে আনা হয়েছে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 7444030825966267032

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item