গাইবান্ধায় আসামীদের হামলায় এসআই আহত: গুলি ছুড়ে আত্মরক্ষা- গ্রেফতার-৪

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ 
গাইবান্ধার সুন্দরগঞ্জে আসামী পক্ষের হামলায় পুলিশের এক এসআই আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় পিস্তলের গুলি ছুড়ে আত্মরক্ষার পর ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পু্লশি।
জানা যায়, মঙ্গলবার দিনগত মধ্যরাতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া গ্রামে একটি মারামারি মামলার আসামীদের অবস্থান জানতে পেয়ে থানার এসআই সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি টীম অভিযান চালায়। এসময় আসামীরা তাদের লোকজনসহ পুলিশ টীমের উপর হামলা চালায়। এতে এসআই সেলিম রেজা আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে পিস্তলের এক রাউন্ড গুলি ছুড়ে এক নারীসহ ৪ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।  গ্রেফতারকৃতরা হলো- হাতিয়া গ্রামের আব্দুর রহিমের পুত্র আব্দুর রহমান (৪৮) আব্দুর রাজ্জাক (৩৫), আব্দুর রহমানের স্ত্রী চায়না বেগম (৪০) ও রামজীবন ইউনিয়নের দক্ষিণ বেকাটারী গ্রামের প্রফুল্ল চন্দ্র বর্মণের পুত্র মুকুল চন্দ্র বর্মণ (৩০)। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাত নামা ৫/৬ জনসহ ১৫ জনের নাম উল্লেখ পূর্বক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, একটি মামলার আসামীদের অবস্থান জানতে পেয়ে তাদেরকে ধরতে গেলে ঐ আসামীরা তাদের লোকজনসহ পুলিশের উপর হামলা চালায়।  

পুরোনো সংবাদ

নির্বাচিত 489421127779146058

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item