সুন্দরগঞ্জে আইপিএল জুয়াখেলার সময় ৪ জুয়ারী আটক, ভ্রাম্যমান আদালতে জরিমানা
https://www.obolokon24.com/2019/04/gaibandha_29.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জ পৌর শহরে হাবলুর মোড় নামক স্থানে বাবলুর মুদি দোকানের ঝাপের নিচে বসে মোবাইল দিয়ে আইপিএল জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শনিবার রাতে ৪ জুয়ারীকে আটকের পর সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী রোববার ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রত্যেকে ১ হাজার করে টাকা জরিমানা করেন। জুয়ারীরা হলেনঃ পৌর ৬ নং ওয়ার্ডের হুড়াভায়াখাঁ গ্রামের মোসলেম আলীর ছেলে বাবলু মিয়া (২৮), একই ওয়ার্ডের তাতিপাড়া গ্রামের গোলজার আলীর ছেলে শান্ত মিয়া (২৪), শ্রীধর চন্দ্র দাসের ছেলে তাপস চন্দ্র দাস। জরমনদী গ্রামের মজিবর রহমানের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩২) । যার মোবাইল কোর্ট কেস নং-৩৯/১৯। তাং-২৮-০৪-২০১৯ ইং।
সুন্দরগঞ্জ পৌর শহরে হাবলুর মোড় নামক স্থানে বাবলুর মুদি দোকানের ঝাপের নিচে বসে মোবাইল দিয়ে আইপিএল জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শনিবার রাতে ৪ জুয়ারীকে আটকের পর সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী রোববার ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রত্যেকে ১ হাজার করে টাকা জরিমানা করেন। জুয়ারীরা হলেনঃ পৌর ৬ নং ওয়ার্ডের হুড়াভায়াখাঁ গ্রামের মোসলেম আলীর ছেলে বাবলু মিয়া (২৮), একই ওয়ার্ডের তাতিপাড়া গ্রামের গোলজার আলীর ছেলে শান্ত মিয়া (২৪), শ্রীধর চন্দ্র দাসের ছেলে তাপস চন্দ্র দাস। জরমনদী গ্রামের মজিবর রহমানের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩২) । যার মোবাইল কোর্ট কেস নং-৩৯/১৯। তাং-২৮-০৪-২০১৯ ইং।